Shaan


 ‘শান’ নিয়ে এলো ফ্যানমেড ট্রেলার কন্টেস্ট!


আপনার বানানো ট্রেলার প্রচার করা হবে শান, জাজ মাল্টিমিডিয়াসহ দেশের নামকরা সব কন্টেন্ট হাব থেকে। এমনকি শান টিমের পরবর্তী কোন প্রজেক্টে আপনি পেতে পারেন এডিটর হিসেবে কাজ করার সুবর্ণ সুযোগ! থাকছে ‘শান’ টিমের সাথে সিনেমাহলে একসাথে বসে শান দেখার সুযোগও! আর নগদ অর্থ পুরস্কার? শানের ট্রেলার এডিট করে জিতে নিন মোট ১০ হাজার টাকার পুরস্কার!

নিয়মাবলী-
* শানের টিজার, ট্রেলার, গান, অ্যাকশন বিটিএস- নিজের পছন্দমত ফুটেজ নিয়ে শানের ট্রেলার তৈরি করা যাবে।
* ট্রেলারের দৈর্ঘ্য সর্বনিম্ন ১ মিনিট থেকে সর্বোচ্চ ৩ মিনিট হবে।
* ট্রেলার তৈরি করে নিজের টাইমলাইনে ও মুভি গ্রুপগুলোতে পাবলিক প্রাইভেসি দিয়ে পোস্ট করতে হবে।
* পোস্টে অবশ্যই #ShaanFanmadeTrailerContest এই হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে।
* শানের ভিডিও কন্টেন্টগুলো ফেসবুকে কপিরাইট ফ্রি, তাই নির্দ্বিধায় ব্যবহার করা যাবে।
* একজন ভিডিও এডিটর একাধিক ভিডিও এডিট করতে পারবেন, তার সবগুলো ভিডিওই প্রতিযোগিতার আওতাধীন হবে।
* প্রতিযোগিতা চলবে ২ মে রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।

প্রথম বিজয়ী পাবে ৫ হাজার টাকা, দ্বিতীয় বিজয়ী ৩ হাজার টাকা ও তৃতীয় বিজয়ী ২ হাজার টাকা নগদ অর্থ পুরস্কার। এছাড়া প্রত্যেকেই পাবেন একজন সঙ্গীসহ হলে বসে শান দেখার টিকেট।

About

authorHello, my name is Ibrahim From Bangladesh
Go Top →